।। জাহাঙ্গির সিদ্দিকী ।।
দাসত্ব ও শৃঙ্খলের
প্রতিবাদে তুমি
বিষধর ফণী,
শোষণ ও বঞ্চনার
সোচ্চারে করা
কম্পিত বাণী।
জাগো তুমি ওহে!
জাগবার সময়
হল বুঝি
হায়েনায় খাচ্ছে দেশ
ওঠো! ঘুম হতে
তোমায় খুঁজি।
তোমার হুঙ্কারে
প্রবল ঝঙ্কারে করো
আকাশ ভারী
চরম হিংস্রতায় দাও
ঢেলে লেলিহান
শিখা ছাড়ি।
তুমি জাগলেই হবে
লুটেরা-চোরেরা
সব খানখান
হে প্রাণবান মানুষ
অশান্ত দেশকে শান্ত
কর সুনসান ।
লেখক : কবি ও সাহিত্যিক।