তরঙ্গ ডেস্ক : বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হওয়ার অনুভূতি প্রকাশের ভাষা কেমন তা আমার জানা নেই। আমি তাঁদের ধন্যবাদ জানিয়ে খাটো করব না, যাঁদের নিঃস্বার্থ সহযোগিতায় আমার প্রথম কাগুজে সন্তানের মুখ দেখেছি। অনিঃশেষ কৃতজ্ঞতা প্রিয় কাজিন
এর প্রতি, যাঁর হাতের পরশে বইয়ের প্রতিটি পাতায় নান্দনিকতার ছোঁয়া লেগেছে। শ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে প্রতিটি ছড়ার বিষয়ের সাথে মিল রেখে সে যেভাবে চিত্রাঙ্কন করেছে তা এক কথায় অনন্য। অবস্থা এমন বেগতিক যে, লোকে ছড়ার প্রশংসা বাদ দিয়ে ডিজাইনের প্রশংসায় উঠেপড়ে লেগেছে! সাততারা টীম, পরিবারের সদস্যবৃন্দ, ঘনিষ্ঠ বন্ধু-স্বজন যাঁরাই পাশে দাঁড়িয়েছেন, সৃষ্টিকর্তার কাছে তাঁদের আহসানাল জাযা তালাশ করছি।

বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি
গ্রন্থ: ডাক দিয়ে যাই
লেখক: মুসাদ্দিক আহমদ মুসা
প্রকাশনা প্রতিষ্ঠান: প্রসূন প্রকাশন
বইয়ের ধরন: ছড়াগ্রন্থ
প্রচ্ছদ: শহীদুল্লাহ আল হাসান
বাঁধাই: উন্নত বোর্ড বাঁধাই
ফ্ল্যাপ লেখক: মুসা আল হাফিজ
ফর্মা: ৪ ফর্মা
মুদ্রিত মূল্য: ১৬০
প্রাপ্তিস্থান
মোল্লার বই ডটকম
যাত্রাবাড়ী বড় মাদরাসা মার্কেট, ঢাকা
মাকতাবাতুল আজহার সিলেট শাখা
কুদরতুল্লাহ মার্কেট (২য় তলা) সিলেট
আল ইখওয়ান লাইব্রেরি
হক লাইব্রেরি
নুরুল হেরা কমপ্লেক্স, হবিগঞ্জ
শাহজালাল লাইব্রেরি
নতুন বাজার, বানিয়াচং, হবিগঞ্জ
অথবা হা. মাও. মুখলিসুর রহমান
01738700758