আক্তার হোসেন আল হাদী, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী হাট-বাজার হচ্ছে গ্যানিংগঞ্জ বাজার। এ বাজারের দীর্ঘ ইতিহাসে এই প্রথম নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল নির্বাচিত হতে যাচ্ছেন। সেপ্টেম্বর মাসের শুরুতেই নির্বাচনের তপশীল ঘোষণা হতে পারে। নির্বাচনকে ঘিরে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের ব্যবসায়ীদের মধ্যে এক অন্যরকম অনুভূতি বিরাজ করছে। বসে নেই নানান পদে যারা নির্বাচন করবেন হবু দায়িত্বশীলরাও। এরই মধ্যে আসছে ত্রি-বার্ষিক নির্বাচনে সহসভাপতি হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন বাবুল। তিনি একজন মুদিমাল ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত এ বাজারের পরিচালনা কমিটির সদস্য হিসেবে বাজার উন্নয়নে ভূমিকা রাখছেন। বর্তমান আহবায়ক কমিটিরও তিনি অন্যতম একজন সদস্য। এ বাজারে ২৭ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। আজমল হোসেন বাবুল তরঙ্গ টুয়েন্টিফোর ডট কমকে জানান, আমি দীর্ঘদিন যাবত বাজার পরিচালনা কমিটির একজন সদস্য হিসেবে বাজারের অবকাঠামো উন্নয়নে অবদান রাখার চেষ্টা করেছি। বাজার কমিটির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব রেজাউল মোহিত খান সাহেবের বাজারের অবকাঠামো ব্যাপক উন্নয়ন পরিকল্পনার একজন গর্বিত সদস্য হিসেবে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধান এবং বাজার অবকাঠামো উন্নয়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করব ইনশা আল্লাহ।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন বাবুল সাগর দিঘির চারপাড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, কালাই উল্লাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক, ঐতিহাসিক সাগর দিঘি ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য ও গ্যানিংগঞ্জ বাজার পরিচালিত নূরানী মাদ্রাসার সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
সংবাদ শিরোনাম ::
গ্যানিংগঞ্জ বাজার ত্রি-বার্ষিক কাউন্সিলে সহসভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন বাবুল
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৮:৩১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- ৬৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ