তরঙ্গ ডেস্ক : ভোটের চিত্র দেখে চরম ক্ষেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; জালিয়াতি করে তাকে হারানো হচ্ছে বলে অভিযোগও তুলেছেন তিনি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের এগিয়ে যাওয়া দেখে দৃশ্যত হতাশ ট্রাম্প বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্য রাতে পরপর কয়েকটি টুইট করেন, যার দুটি টুইটার তাদের নীতিমালার কারণে মুছে দিয়েছে।
একটি টুইটে ট্রাম্প বলেছেন, ভোট গণনা বন্ধ করুন।
এরপর আরেক টুইটে তিনি লেখেন, এই জালিয়াতি বন্ধ করুন।
তারপর আরেকটি টুইটেও তিনি ভোট জালিয়াতির অভিযোগ তুলে লেখেন, “আমরাই জিতব, সবার আগে আমেরিকা।”
প্রথমটি রাখলেও টুইটার তার পরের দুটি টুইট মুছে দিয়েছে।
সূত্র : বিডিনিউজ২৪ ডটকম