আকিব শাহরিয়ার, লাখাই থেকে: হবিগঞ্জের লাখাই উপজেলায় খোয়াই নদীর অংশের বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন “পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব” কবির বিন আনোয়ার। শনিবার (২৭ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার বুল্লা ইউনিয়ন’র হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে প্রকল্পের কাজে সন্তোষ প্রকাশ করেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। পূর্বাহ্নে লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-হবিগঞ্জ কর্তৃক আয়োজিত ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন(১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি ও পর্যালোচনা এবং নদী, খাল ও জলাধার থেকে অবৈধ দখল উচ্ছেদ বিষয়ে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।