কাজী মাহমুদুল হক সুজন : চুনারুঘাটে জবা আক্তার নামে এক ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়িয়েছেন অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।বুধবার অসুস্থ জবাকে বিভিন্ন মৌসুমি ফল নিয়ে দেখতে গিয়ে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছেন তিনি। জানা যায়, একজন জনৈক আইনজীবি এ সংক্রান্ত একটি মানবিক লেখা ফেইসবুকে দিলে নজরে পড়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের। অসুস্থ জবার খোঁজ-খবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন তিনি। এ ঘটনা এলাকায় চাউর হওয়ার পর প্রশংসায় ভাসছেন চুনারুঘাট থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক।
এসময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, সাংস্কৃতিক কর্মী ও আইনজীবি মোস্তাক বাহার ও সাংবাদিক মীর জোবায়ের আলম প্রমুখ।