আজমিরীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি আন্দোলন আজমিরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) কার্যালয়ে উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবু মুসা সা’আদের সঞ্চালণায় প্রধান অতিথির বক্তৃতায় ইসলামি আন্দোলন বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা হাদীসুর রহমান রুহানী বলেন,
কোরআনী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, সামাজিক ন্যায় বিচার ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে কোরআনী আদর্শের বিকল্প নেই। কোরআন নাজিলের এই মাসে কোরআনকে আঁকড়ে ধরে ইসলামি আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার শপথ নিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা ইসলামি আন্দোলনের সেক্রেটারী ক্বারী আলা উদ্দিন, মোঃ হামদু মিয়া চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা মুজাহিদ কমিটির সদর মোঃ শফিকুর রহমান, উপজেলা ইসলামি আন্দোলনের সহসভাপতি মোঃ আসাদ মিয়া, উপজেলা ইসলামি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসেন,
মোঃ শামীম মিয়া, উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা তৈয়বুর রহমান, ইসলামি যুব আন্দোলনের উপজেলা সেক্রেটারী হাফেজ তুহিন আলম, উপজেলা শ্রমিক আন্দোলনের যুগ্ম আহবায়ক এমরান চৌধুরী, মাওলানা রুম্মান আহমদ, মাওলানা আহমদ রেফায়ী, মোঃ আশিকুর রহমান ও রফিক মিয়া প্রমুখ।