শেখ মো: আলমগীর : কোভিট-১৯ থেকে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। তিনি করোনা থেকে আরোগ্য লাভ করেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। মেয়র বলেন, আল্লাহর অশেষ রহমতে অনেকটা সুস্থ হয়ে উঠেছি।করোনা পজিটিভ হওয়াতে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। অনেক দিন ভোগান্তির পর গতকাল বাড়িতে ফিরে এসেছি।নবীগঞ্জ পৌরবাসীসহ দেশ-বিদেশ থেকে অনেক শুভাকাঙ্ক্ষী সুস্থতা কামনা করে দোয়া করেছেন।
অনেক শুভাকাঙ্খি নফল রোজা রেখেছেন,খতমে কোরআন পাঠ করিয়েছেন।অনেকেই শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য ফোনে,সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমার ফোন বন্ধ থাকায় কারো সাথে কথা বলা সম্ভব হয়নি তারজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারব না।আপনাদের প্রার্থনা এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে এখন অনেকটা সুস্থ।আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই আজীবন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কাজে যোগদান করতে পারবো আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।