বদরুল লস্কর, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ ২০২০-২১ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার সভাপতিত্বে ও খাদ্য কর্মকর্তা খবির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া ও হবিগঞ্জ অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি মোঃ ছামির আলী। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ।কৃষক আছে বলেই আমরা আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। তিনি আরো বলেন, প্রকৃত কার্ডধারী কৃষক ব্যতীত কোন সিন্ডিকেট চক্রের ধান-চাল সংগ্রহ করা হবে না। সভাপতির বক্তব্যে ইউএনও মাসুদ রানা বলেন, সাড়ে ৭ কোটি মানুষ যখন ছিল বা তার ও আগে মানুষ অনাহারে থাকছে। কিন্তু বর্তমানে প্রায় ১৮ কোটি মানুষ, কিন্তু কেউ অনাহারে থাকছে না। এটা বর্তমান সরকারের সফলতা। আমি মনে করি প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে ভালো কাজ করলে এ দেশ এগিয়ে যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার তালুকদার,সুজন মিয়া,শাহ সুমন,মিলার জিয়াউল হক সোহেলসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। উল্লেখ্য-এ বছর আমন ধান সংগ্রহ করা হবে-১৮৯ মেট্রিক টন, সিদ্ধ চাল-২২৪ মেট্রিক টন ও আতপ-৮১মেট্রিক টন।
সংবাদ শিরোনাম ::
কৃষক বাঁচলে বাঁচবে দেশ- উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- ৩২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ