তরঙ্গ ডেস্ক : মাদারীপুরে কালকিনি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মসিউর রহমানকে পুলিশ গাড়িতে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলা পালপাড়া এলাকা থেকে মেয়র প্রার্থী মসিউরকে তুলে নেওয়া হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করেন তাঁর কয়েক হাজার সমর্থক। পরে বিক্ষুব্ধ সমর্থকেরা কালকিনি থানার তিনটি মোড়ে টায়ার জ্বালিয়ে ও যানবাহন ভাঙচুর করে যান চলাচল বন্ধ করে দেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী (নৌকা প্রতীক) এস এম হানিফের সমর্থকেরা সেখানে এলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। টানা দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষস্থল থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। সংঘর্ষে লিপ্ত লোকজন এ সময় অন্তত দুই শতাধিক দোকানঘর ভাঙচুর করে লুটপাট করে।
রাত আটটা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
মেয়র প্রার্থী মসিউরের মুক্তি চেয়ে তাঁর সমর্থকেরা এক ঘণ্টার আলটিমেটাম দিয়ে থানা এলাকায় নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এদিকে সবুজকে তুলে নিয়ে যাবার বিষয়ে অস্বীকার করেছে পুলিশ।
সূত্র : দৈনিক মানবজমিন