স্টাফ রিপোর্টার : ‘হবিগঞ্জ অনলাইন পোর্টাল সম্পাদক পরিষদ’র সভাপতি সাংবাদিক কাজল সরকারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন পোর্টাল সম্পাদক পরিষদ। মঙ্গলবার (৩০ মার্চ) সংবাদপত্রে এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। এ ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান সম্পাদক পরিষদ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হচ্ছেন, অনলাইন সম্পাদক পরিষদ’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জীবন ( হবিগঞ্জ জার্নাল), সিদ্দিকুর রহমান মাসুম ( করাঙ্গীনিউজ) শিব্বির আহমদ আরজু ( তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম), সাখাওয়াত হোসেন টিটু ( দৈনিক শায়েস্তাগঞ্জ২৪.কম) ও আমির হামজা ( দিনরাত)।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সংবাদ সংগ্রহের জন্য গেলে পথিমধ্যে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে আহত করে কতিপয় যুবক। এ ঘটনায় হবিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন সাংবাদিক কাজল সরকার।