নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে কাগাপাশা জনতা উচ্চবিদ্যালয়ে ২০১৬-১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্কুল মিলনায়তনে শরীফ উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জুয়েল দাশের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ বৈষ্ণব এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু আশীষ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া- মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মহিবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মনছুর চৌধুরী, শিক্ষক বনবীর তালুকদার বিপ্লব, নির্মল আচার্য,আলী হায়দার লস্কর।শিক্ষার্থীদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন ছায়েদ খান এবং জুলহাস মিয়া,কৌশিক দাশ,রুনো আক্তার, সৈয়দা সাইমা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ মিয়া তালুকদার।