এম আর ঠাকুর : হবিগঞ্জ জেলার সবচেয়ে ঘন বসতি এলাকার মধ্যে উল্লেখযোগ্য একটি এলাকা বানিয়াচং উপজেলা । এখানে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের বসবাস। প্রতিনিয়ত বাড়ছে করোনার ঝুঁকি। এ পর্যন্ত বানিয়াচং করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ১৩ জন। ইতিমধ্যে গ্রীন জোন থেকে হলুদ জোন হিসেবে বানিয়াচং কে চিহ্নিত করা হয়েছে।
করোনা প্রতিরোধ নিয়ে বানিয়াচং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ এম শাহ পরান সাহেব সাক্ষাৎকারে বলেন, করোনাকে ভয় নয় সতর্ক হতে হবে। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অহেতুক ঘুরাঘুরি বন্ধ করতে হবে। করোনা আক্রান্ত রোগী থেকে আলাদা থাকতে হবে। এছাড়া আরো বলেন, করোনার লক্ষণ দেখা দিলে, লক্ষণকে কেন্দ্র করে চিকিৎসা নিতে হবে।