তরঙ্গ ডেস্ক : পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক এমপি এমএ হাসেম করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন এম এ হাসেম।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানিয়েছিলেন, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরে তার বাবাকে ১১ ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়ে বলে জানান তিনি।
সূত্র : দৈনিক ইনকিলাব