আব্দাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ৭ নং বড়ইউরি ইউনিয়নের কালানজোরা গ্রামের করোনায় আক্রান্ত সাবেক ছাত্রলীগ নেতা জে.আর অসীমের বাড়িতে ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ফল নিয়ে হাজির হয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী। সোমবার (৬ জুলাই) দুপুরে তাকে দেখতে যান তিনি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী বলেন, জে. আর অসীম একজন করোনা যুদ্ধা। সে জীবনের ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহ করেছে। আজ সে নিজেই আক্রান্ত। তাই তাকে দেখতে এসেছি এবং খাওয়ার জন্য ভিটামিন সমৃদ্ধ ফলও এনেছি। মনেপ্রাণে দোয়া করি সে দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং এ ক্ষেত্রে আমরা তার পাশে আছি।
। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।