আব্দাল মিয়া, বানিয়াচং : ছাত্রলীগ, যুবলীগ হয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। তিনি এক জনপ্রিয় সাহসী ও অনলবর্ষী বক্তা। জাতির দুঃসময়ে সব সময় পাশে থেকেছেন। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে করোনায় আক্রান্ত শ্বাসকষ্ট ও জটিল রোগীদের চিকিৎসায় কৃএিম শ্বাস-প্রশ্বাস ভেন্টিলেশন সুবিধা( টি সি পি এ পি) নিয়ে এগিয়ে এসেছেন তিনি।
রবিবার (৭ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের নিকট নাভানা লিমিটেডের সিনিয়র ভাইস- চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সৌজন্যে অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর পৃষ্ঠপোষকতায় তার পক্ষে ২ টি টিসিপিএপি হস্তান্তর করেন চ্যানেল আই ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল আর.এম.ও ডাঃ শামিমা আক্তার,টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাগণ।