সাইফুল আমিন, স্পেন থেকে : করোনার প্রথম ঢেউয়ে ইউরোপের দেশ স্পেনে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। এবার দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে দেশটির সরকার। কিন্তু জীবিকার তাগিদে অনেকেই রাষ্ট্রীয় আইন উপেক্ষা করে নামছেন জীবন-যুদ্ধে।
মহামারী করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের শ্রম বাজারে ধবস নামে। এতে সমগ্র বিশ্বে লাখ-লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েন। ইউরোপের দেশ স্পেনও এর ব্যতিক্রম নয়। চাকরি হারিয়ে অনেকেই হয়ে পড়েছেন দিশেহারা। কিন্তু মাস শেষে তাদের গুণতে হচ্ছে আনুসঙ্গিক খরচ।
করোনার কারণে কাজকর্ম না থাকায় মানবেতর জীবন -যাপন করছেন প্রবাসী বাঙালিরা। কাজ না থাকলে ঘর ভাড়া, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে তাদের। তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে এমনটাই জানিয়েছেন প্রবাসীদের কয়েকজন।
মহামারী ঠেকাতে স্পেন সরকার আরোপ করেছে লকডাউনসহ কঠোর বিধি-নিষেধ। কিন্তু চাকরি হারানোর কারণে অনেক প্রবাসীই নেমেছেন ছোট ব্যবসায়। আইন অমান্য করে রাস্তায় বেরুনোর জন্য তাদের গুণতে হচ্ছে জরিমানা।
প্রবাসীরা মনে করছেন,এভাবে আরও কিছুদিন চলতে থাকলে প্রবাসীদের জীবনযাত্রা হয়ে উঠবে আরও দুর্বিষহ। তবে স্পেন সরকার জানিয়েছে, জানুয়ারিতে করোনার ভ্যাকসিন চলে আসলে উঠে যাবে সব নিষেধাজ্ঞা। এতে প্রবাসীদের জীবনে আবারো ফিরবে আগের প্রাণ-চাঞ্চল্য।