সাইফুল আমিন, স্পেন প্রতিনিধি : স্পেনের সেভিয়া শহরের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হারুন উর রশিদ নামে এক প্রবাসী বাংলাদেশি। গত কয়েক দিন ধরে ৫৭ বছর বয়সী ঐ ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছিলো।
জানা যায়, গত ৩ আগস্ট স্পেনের সেভিয়ায় বসবাসরত ছোট ভাইয়ের কাছে বেড়াতে যান তিনি, ধারণা করা হচ্ছে সেখানেই তিনি করোনায় আক্রান্ত হন।
হারুন উর রশিদ,স্পেনের মাদ্রিদের লাভাপিয়েছে বসবাস করতেন। একজন ধার্মিক মানুষ হিসেবে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ছিলেন তিনি। দায়িত্ব পালন করে আসছিলেন মাদ্রিদের বায়তুল মুকাররম জামে মসজিদের পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্পেনের বাংলাদেশ দূতাবাস। এছাড়া দূতাবাসের পক্ষ থেকে সকল প্রবাসী বাংলাদেশিকে,স্পেনের রাষ্ট্রীয় আইন মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্পেনের মানবাধিকার বিষয়ক সংগঠন, ভালিয়েন্তে বাংলা সহ কমিউনিটির নেতৃবৃন্দ।