শিব্বির আহমদ আরজু : বানিয়াচং এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান ও গ্রামীণফোন ফাইন্যান্স বিভাগের সাবেক জি.এম মোস্তাক আহমেদ সি.এ কভিড-১৯ পজিটিভ হয়েছেন। ৩১ ডিসেম্বর কভিড-১৯ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃটেনের এল এন্ড ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন এর শেখের মহল্লা গ্রামের মরহুম ফুল মিয়া লন্ডনীর ছেলে এবং খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর কর্নেল ডা. মোশাহিদ ঠাকুরের ভাগ্না। ২ ভাই ও ১ বোনের মধ্যে মোস্তাক আহমেদ সি.এ সবার বড়।
তিনি ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশের গ্রামীণ ফোন ছাড়াও অর্থ মন্ত্রনালয়ের অধীন ওয়ার্ল্ড ব্যাংকের লীড কন্সালটেন্ট হিসাবে ইকনোমিক রিফর্মস নিয়ে সফলতার সাথে কাজ করেছেন।

সম্প্রতি ইউ কে হতে বার এট ল (ব্যরিস্টার) সম্পন্ন করেছেন তিনি।
মোস্তাক আহমেদ সি.এ বানিয়াচংয়ে এডুকেশন নেটওয়ার্ক নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে এর মাধ্যমে অসহায়-দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের সদা উদ্বুদ্ধ করেছেন। করোনা ভাইরাস একটু স্থিমিত হলে সম্প্রতি জন্মভূমিতে আসার পরিকল্পনা করেছিলেন তিনি। এর আগেই কভিড-১৯ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষানুরাগি ও মানবতাবাদী ব্যারিস্টার মোস্তাক আহমেদ ।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও আত্মীয় স্বজনদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।