( জেনারেল আতাউল গণি ওসমানী স্বরণে )
✍️- আলী ইবনে হাকিম
একটি পতাকার পিছনে হে মহান
ছুটেছিলে কত না দিবস রাত
হানাদার এসেছিল দেশে ঘাতক হয়ে
করেছিলে শত প্রতিঘাত ।
শত ছিন্ন বস্ত্র আর শূণ্য উদরে
ছদ্মবেশী ছিলে যাযাবর
পাহাড় জঙ্গল মাটির গর্তে ও
ছিল না যে শোয়ার ঘর ।
মায়ের কান্না বোনের ভালোবাসায়
যৌবনের যত হাসি গান
অকাতরে সব বিলিয়ে আনিলে
প্রতিশোধে শত অপমান ।
খেতাবের আশায় লড়াই করোনি
লড়েছিলে দেশের তরে
সবুজ শ্যামলিমায় খুনের আঁচড়ে
স্বাধিকার এনেছিলে কেড়ে ।
পতাকা এঁকেছিলে বুকের রক্তে
গেয়েছিলে জয়ের গান
তুমিই ছিলে বীর সিপাহী সেনা
এদেশের সূর্য সন্তান ।
লোভ লালসার কতো উর্ধ্বে ছিল
মা মাটির প্রতি ভালোবাসা
কোটি জনতাকে নিজে আগলে বুকে
জীবন করেছিলে খাসা ।
জীবন কাটালে সাধারণ বেশে
গড়োনি ধনের পাহাড়
পাতায় ঘেরা টিনের ছাউনিতে
কেটেছে সুখের বিহার ।
ভুলে গেছি আমি ভুলে গেছে জাতি
ভুলেনি ইতিহাসের পাতা
স্বর্ণের হরফে লিখা আছে শত
তোমার বীরত্ব গৌরব গাঁথা ।
মননে মগজে পোকায় ধরেছে
এ জাতি বড় অকৃতজ্ঞ
ডামি পুতুল আজি মাল্য ভূষিত
চলে নানা আয়োজন যজ্ঞ ।
কাগজের সনদে কতো না বীর
কতো না নকলের ছড়াছড়ি
দূরে দাঁড়িয়ে আজি আসল চেহারা
হেসে লুটোপুটি খায় গড়াগড়ি ।
মেকী সব মেকী তুমিই বীর খাসা
ওরা তো খোসা ছাড়া বীজ
আস্তাকুঁড়ে ঠাঁই হবে না ; করবে
নর্দমায় পড়ে গিজগিজ ।
তোমার কুরবানীতে বিশ্ব জাহানে
আজি আমাদের যত সম্মান
তুমিই আমাদের চির বাঁচার স্বপ্ন
তোমার স্মৃতি চির অম্লান ।
স্বাধীনতার অর্ধশত বছর পর
বিজয়ের এই শুভ দিনে
স্বর্গীয় ফুলে সুবাসিত হোক
তব মাটির গোরস্থানে ।
সালাম তোমায় হাজারো সালাম
হে সিপাহসালার বঙ্গবীর
এ দুনিয়ায় নয় , তোমার তরে হোক
জান্নাতে সুখের নীড় ।
লেখক : কেজিত , সালালাহ
সালতানাত অব ওমান