ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদের উদ্যোগে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন এমপি মজিদ খান Logo বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo নৌকা মার্কার সমর্থনে বানিয়াচং দক্ষিণ যাত্রাপাশা বনমুথুরা ভূমিহীন নারী-পুরুষের মিছিল Logo বানিয়াচংয়ে সরকারি প্রণোদনার ৭ হাজার ১শ’ কৃষককে সার-বীজ প্রদান Logo বানিয়াচংয়ে ফারুক চৌধুরী মিতুর মৃত্যুতে আলহাজ্ব রেজাউল মোহিত খানের শোক Logo বর্ণাঢ্য আয়োজনে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo এমপি আব্দুল মজিদ খানকে দলীয় নমিনেশন দেওয়ার দাবীতে বানিয়াচং ২নং ইউনিয়ন আ’লীগের সভা Logo বানিয়াচং ৫/৬নং ভূমি অফিসের তহশিলদার রেজাউল করিম স্ট্যান্ড রিলিজ Logo রাত পোহালেই বানিয়াচং আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলন-২০২৩

কবিতা-সূর্য সন্তান

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ১৭২ বার পড়া হয়েছে

( জেনারেল আতাউল গণি ওসমানী স্বরণে )

✍️- আলী ইবনে হাকিম

একটি পতাকার পিছনে হে মহান
ছুটেছিলে কত না দিবস রাত
হানাদার এসেছিল দেশে ঘাতক হয়ে
করেছিলে শত প্রতিঘাত ।

শত ছিন্ন বস্ত্র আর শূণ্য উদরে
ছদ্মবেশী ছিলে যাযাবর
পাহাড় জঙ্গল মাটির গর্তে ও
ছিল না যে শোয়ার ঘর ।

মায়ের কান্না বোনের ভালোবাসায়
যৌবনের যত হাসি গান
অকাতরে সব বিলিয়ে আনিলে
প্রতিশোধে শত অপমান ।

খেতাবের আশায় লড়াই করোনি
লড়েছিলে দেশের তরে
সবুজ শ্যামলিমায় খুনের আঁচড়ে
স্বাধিকার এনেছিলে কেড়ে ।

পতাকা এঁকেছিলে বুকের রক্তে
গেয়েছিলে জয়ের গান
তুমিই ছিলে বীর সিপাহী সেনা
এদেশের সূর্য সন্তান ।

লোভ লালসার কতো উর্ধ্বে ছিল
মা মাটির প্রতি ভালোবাসা
কোটি জনতাকে নিজে আগলে বুকে
জীবন করেছিলে খাসা ।

জীবন কাটালে সাধারণ বেশে
গড়োনি ধনের পাহাড়
পাতায় ঘেরা টিনের ছাউনিতে
কেটেছে সুখের বিহার ।

ভুলে গেছি আমি ভুলে গেছে জাতি
ভুলেনি ইতিহাসের পাতা
স্বর্ণের হরফে লিখা আছে শত
তোমার বীরত্ব গৌরব গাঁথা ।

মননে মগজে পোকায় ধরেছে
এ জাতি বড় অকৃতজ্ঞ
ডামি পুতুল আজি মাল্য ভূষিত
চলে নানা আয়োজন যজ্ঞ ।

কাগজের সনদে কতো না বীর
কতো না নকলের ছড়াছড়ি
দূরে দাঁড়িয়ে আজি আসল চেহারা
হেসে লুটোপুটি খায় গড়াগড়ি ।

মেকী সব মেকী তুমিই বীর খাসা
ওরা তো খোসা ছাড়া বীজ
আস্তাকুঁড়ে ঠাঁই হবে না ; করবে
নর্দমায় পড়ে গিজগিজ ।

তোমার কুরবানীতে বিশ্ব জাহানে
আজি আমাদের যত সম্মান
তুমিই আমাদের চির বাঁচার স্বপ্ন
তোমার স্মৃতি চির অম্লান ।

স্বাধীনতার অর্ধশত বছর পর
বিজয়ের এই শুভ দিনে
স্বর্গীয় ফুলে সুবাসিত হোক
তব মাটির গোরস্থানে ।

সালাম তোমায় হাজারো সালাম
হে সিপাহসালার বঙ্গবীর
এ দুনিয়ায় নয় , তোমার তরে হোক
জান্নাতে সুখের নীড় ।

লেখক : কেজিত , সালালাহ
সালতানাত অব ওমান

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদের উদ্যোগে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কবিতা-সূর্য সন্তান

আপডেট সময় ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

( জেনারেল আতাউল গণি ওসমানী স্বরণে )

✍️- আলী ইবনে হাকিম

একটি পতাকার পিছনে হে মহান
ছুটেছিলে কত না দিবস রাত
হানাদার এসেছিল দেশে ঘাতক হয়ে
করেছিলে শত প্রতিঘাত ।

শত ছিন্ন বস্ত্র আর শূণ্য উদরে
ছদ্মবেশী ছিলে যাযাবর
পাহাড় জঙ্গল মাটির গর্তে ও
ছিল না যে শোয়ার ঘর ।

মায়ের কান্না বোনের ভালোবাসায়
যৌবনের যত হাসি গান
অকাতরে সব বিলিয়ে আনিলে
প্রতিশোধে শত অপমান ।

খেতাবের আশায় লড়াই করোনি
লড়েছিলে দেশের তরে
সবুজ শ্যামলিমায় খুনের আঁচড়ে
স্বাধিকার এনেছিলে কেড়ে ।

পতাকা এঁকেছিলে বুকের রক্তে
গেয়েছিলে জয়ের গান
তুমিই ছিলে বীর সিপাহী সেনা
এদেশের সূর্য সন্তান ।

লোভ লালসার কতো উর্ধ্বে ছিল
মা মাটির প্রতি ভালোবাসা
কোটি জনতাকে নিজে আগলে বুকে
জীবন করেছিলে খাসা ।

জীবন কাটালে সাধারণ বেশে
গড়োনি ধনের পাহাড়
পাতায় ঘেরা টিনের ছাউনিতে
কেটেছে সুখের বিহার ।

ভুলে গেছি আমি ভুলে গেছে জাতি
ভুলেনি ইতিহাসের পাতা
স্বর্ণের হরফে লিখা আছে শত
তোমার বীরত্ব গৌরব গাঁথা ।

মননে মগজে পোকায় ধরেছে
এ জাতি বড় অকৃতজ্ঞ
ডামি পুতুল আজি মাল্য ভূষিত
চলে নানা আয়োজন যজ্ঞ ।

কাগজের সনদে কতো না বীর
কতো না নকলের ছড়াছড়ি
দূরে দাঁড়িয়ে আজি আসল চেহারা
হেসে লুটোপুটি খায় গড়াগড়ি ।

মেকী সব মেকী তুমিই বীর খাসা
ওরা তো খোসা ছাড়া বীজ
আস্তাকুঁড়ে ঠাঁই হবে না ; করবে
নর্দমায় পড়ে গিজগিজ ।

তোমার কুরবানীতে বিশ্ব জাহানে
আজি আমাদের যত সম্মান
তুমিই আমাদের চির বাঁচার স্বপ্ন
তোমার স্মৃতি চির অম্লান ।

স্বাধীনতার অর্ধশত বছর পর
বিজয়ের এই শুভ দিনে
স্বর্গীয় ফুলে সুবাসিত হোক
তব মাটির গোরস্থানে ।

সালাম তোমায় হাজারো সালাম
হে সিপাহসালার বঙ্গবীর
এ দুনিয়ায় নয় , তোমার তরে হোক
জান্নাতে সুখের নীড় ।

লেখক : কেজিত , সালালাহ
সালতানাত অব ওমান