।। মুস্তাফিজুর রহমান।।
শাওন গগন ধ্যানেতে মগন
শরৎ আসলো ফিরে,
সনীল গগন দেখাল বদন
মেঘের মলাট চিরে।
গগন কোনে অরণ্য বনে
কাশফুলরে হাসি,
শরৎকালে রোজ বিকেলে
নদীর তীরে আসি।
শিউলির মালা একটি বালা
বকশিশ দিল মোরে,
শীতল বাতাসে নব উচ্ছ্বাসে
নয়নের মণি ঘুরে।
শরৎ আসলো ফুলেরা হাসলো
কাঁদছি কেবল আমি,
মরণের তরে মনের ভিতরে
বইছে তুফান দামি।
লেখক : কবিও শিক্ষক ( ৩৩ তম বিসিএস ক্যাডার)।