।। জাহাঙ্গির সিদ্দিকী ।।
যা দেখ বাহিরে নারী, ঠিক আমি নয় ভিন্নরূপ,
কাঁঠালের ফলা দেখে ভেবো না পিত্ত ছলকে ফল।
পর্দা ওঠিয়ে আলতো, সুমিষ্ট সৌরভের স্বরূপ।
বাকপটু নই বলে বুদ্বুদে ফাঁদি নি বাকজাল,
চারু বাকে ঢেমনারা, বাজনে লজঝড় কোবিদ।
ওঁত পেতে শুষে নেয় মধুকর, চেতনাচেতন।
জলভরা কলসির করতাল শোনে কি সুবোধ?
ঢাকনা সরে ছাঁইয়ে, দেখে নাও পুরাই আগুন।
বাহারি রক্ত বইছে শিরায় হাজারো ইতিহাস।
যদি দাও ফুরসত, ক্ষমা কর আমার কসুর –
দিতে পারি সম্প্রদানে জাতির শিষ্ট রূধির রস,
বীর বীর্যে গড়া তনু, মুখ বুজে করনা সবুর।
মৃত্তিকা ফুঁড়ে ফলানো কৃষাণের ধানের শপথ,
প্রণয়ে উজাড় হবো, হে ফিয়াঁসে হয়োনা বিপথ।।
যা দেখ বাহিরে নারী, ঠিক আমি নয় ভিন্নরূপ,
কাঁঠালের ফলা দেখে ভেবো না পিত্ত ছলকে ফল।
পর্দা ওঠিয়ে আলতো, সুমিষ্ট সৌরভের স্বরূপ।
বাকপটু নই বলে বুদ্বুদে ফাঁদি নি বাকজাল,
চারু বাকে ঢেমনারা, বাজনে লজঝড় কোবিদ।
ওঁত পেতে শুষে নেয় মধুকর, চেতনাচেতন।
জলভরা কলসির করতাল শোনে কি সুবোধ?
ঢাকনা সরে ছাঁইয়ে, দেখে নাও পুরাই আগুন।
বাহারি রক্ত বইছে শিরায় হাজারো ইতিহাস।
যদি দাও ফুরসত, ক্ষমা কর আমার কসুর –
দিতে পারি সম্প্রদানে জাতির শিষ্ট রূধির রস,
বীর বীর্যে গড়া তনু, মুখ বুজে করনা সবুর।
মৃত্তিকা ফুঁড়ে ফলানো কৃষাণের ধানের শপথ,
প্রণয়ে উজাড় হবো, হে ফিয়াঁসে হয়োনা বিপথ।।
লেখক : কবি ও সাহিত্যিক।