।। সালেহ উদ্দিন সুমন।।
মানবজাতির আহাজারি দেখেও
নরম হয় না মানুষের মন।
মানুষের নির্লজ্জতা দেখেও
শীতল হয় না মানুষের মন।
মানুষের হঠাৎ তিরুধান দেখেও
সহানুভূতিশীল হয় না মানুষের মন।
কিছু মানুষের অসম চলা দেখেও
সহজ হয় না মানুষের মন।
মানুষের কপটতা দেখেও
দয়ালু হয় না মানুষের মন।
মানুষের শঠতা দেখেও
মায়াময় হয় না মানুষের মন।
মানুষে অধ্বপতন দেখেও
পরিশুদ্ধ হয় না মানুষের মন।
মানুষের অহংকার দেখেও
নিপুণ হয় না মানুষের মন।
মানুষের হিংস্রতা দেখেওভালোবাসা উদ্রেক হয়না
কিছু মানুষের মন বড় কৃপণ।
লেখক : কবিও সমাজকর্মী, যুক্তরাজ্য।