।। সালেহ উদ্দিন সুমন।।
তোমার সঙ্গে সম্পর্কের সূতোঁয়
এত কেন অভিমান,
এত কেন বিছিন্নতা আর
এত কেন ভাঙ্গনের গান।
হৃদয় মাঝে তোমার জন্য
উথাল-পাতাল ভালোবাসা
তোমার জন্য দিবস-রজনী
উজাড় করা ভালোবাসা।
তোমার গর্বে হই গর্বিত
মুষড়ি তোমার অপমানে,
সকল কল্যাণ কামনা করি
শুধুই তোমার সম্মানে।
জননী ওগো দেশ মাতৃকা
তুমি মায়ের সমান,
জীবন দিতেও নয় ভয়
রাখতে তোমার সম্মান।
লেখক : এল এলবি, প্রবাসী কবিও সমাজকর্মী।