।। মোশাহেদ মিয়া ।।
বাংগালীর জীবনে তুমি প্রাসঙ্গিক চিরকাল
ঊনিশ’শ পচাত্তুর ছিল আমাদের আকাল
তুমি চির ভাস্বর,তুমিই আসল
তোমাকে হিংসায় ছুতে গিয়ে হয়, নকল।।
এ শোক অনন্তকালের
ক্ষমতা নাই এ শোক বহিবার
তোমার উচ্চতা ছুবে এ সাহস কার
আসন নিয়ে আছো বিশ্বনেতার।।
তোমার নাম মুছে দিতে
কবর খুড়েছিল,অজপাড়াগা’তে
দেখ,জনতার ঢ্ল নামে সে কবরতীর্থে
স্মরণ হও এখন শ্রদ্ধা আর অশ্রুতে।।
তুমি শেখ মুজিবুর রহমান
তুমি বংগবন্ধু ছিলে, মহান
বাংগালী হৃদয়ে তোমারই উচ্চাসন
যাদুকরী কথায় এনেছিলে,আমাদের জাগরন।।
হন্তারকগন ভেবেছিল করবে শেষ
হিসেব কষায় ভূল ছিল,শেখ মুজিবই বাংলাদেশ
তুমিই শুরু,তুমিই শেষ
তুমিই আমার প্রানের স্বদেশ।।
লেখক : কবি ও সাংবাদিক, প্রেসক্লাব সভাপতি, বানিয়াচং।