।। জোবায়ের জুবেল ।।
বইটা আমি পড়ি যখন
আকাশ-বাতাস ঘুরি,
বিজ্ঞানেরই ডানায় বসে
দিক-দিগন্তে উড়ি।
বইটা আমি পড়ি যখন
সঠিক-বেঠিক শিখি,
বাংলা মায়ের রূপের বাহার
গ্রাম-বাংলা দেখি।
বইটা আমি পড়ি যখন
মূল্যবোধটা জানি,
ধনী-গরিব নেই ভেদাভেদ
টাকার হানাহানি।
জোবায়ের জুবেল
৪২৮ ডি ব্লক ( আবুল হোসাইন)
খোজার খলা, সিলেট সদর,
সিলেট।