।। সালেহ উদ্দিন সুমন ।।
থাকতে যদি না দিলাম আদর আর ভালোবাসা
যদি না দিলাম তারে সাহস আশা আর ভরসা।
না থাকিলেও কেন তবে হৃদয়ে বাজে করুণ সুর
আহা নিঠুর নিয়তি আজ সে অজানা দূর দুর।
হারাবার আগে যদি হত বলা না বলা সব কথা
শোকের কিংবা দুখের উপশম হত হৃদয়ের ব্যাথা।
কেন এমন হয় যদিও সেটা শুধুই একজনের নয়
আহা জীবন হাসি কান্না ভালোবাসা এরই পরিণয়।
লেখক : যুক্তরাজ্য প্রবাসী কবিও সমাজকর্মী।