।। জোবায়ের জুবেল ।।
চাঁদটা কত বড় দেখো
ঐ যে মাথার উপর,
আজকে কেন এমন লাগে
আহা কি সুন্দর!
জোছনা আলো উঠোন জুড়ে
নেই প্রয়োজন বাতি,
বাচ্চা-বুড়োর জমছে মেলা
আড্ডা মাতামাতি।
গাছের ডালে পাখির বাসা
ঐ যে দেখা যায়,
পাতায় পাতায় প্রজাপতি
তা ধিনা ধিন গায়।
।। জোবায়ের জুবেল ।।
চাঁদটা কত বড় দেখো
ঐ যে মাথার উপর,
আজকে কেন এমন লাগে
আহা কি সুন্দর!
জোছনা আলো উঠোন জুড়ে
নেই প্রয়োজন বাতি,
বাচ্চা-বুড়োর জমছে মেলা
আড্ডা মাতামাতি।
গাছের ডালে পাখির বাসা
ঐ যে দেখা যায়,
পাতায় পাতায় প্রজাপতি
তা ধিনা ধিন গায়।