= সালেহ উদ্দিন সুমন =
ঈদের সময় গরু খুঁজ মোটাতাজা তুমি
ছাগল খুঁজ নিজে খাবে
গরুর মাংসে তুমার এলার্জি।
তুমি আবার ধর্ম নিয়ে এক চোখা কথা কও
ধর্মে নাকি গুড়ামি আর মানুষে ধর্মান্ধতা খুঁজে পাও।
আচ্ছা বলো গরু ছাগল খুঁজ কেন কোরবানীতে
কে বলেছে এসব তোমায় ঈদের দিনে খেতে!
ছাগল আর গরু দিয়ে কোরবানী খোদার তরে
তবুও নেই মায়া তোমার নিজ ধর্মে আর অন্তরে।
লেখক : কবি, মানচেষ্টার,ইংল্যান্ড।