– এন.এস জিনিয়া খান নিশি
আমি নারী আমি চন্দ্রের মত স্নিগ্ধ,
সূর্যের মত উত্তপ্ত।
আমি নারী বাধিতে পারি চুল,
করিতে পারি রান্না।
আমি নারী হাড়তে শিখিনি, হাজার ঝড়ের মাঝেও
নিজের মুখে ফুটাতে পারি হাসি।
আমি নারী আমি চলিতে পারি
সমাজ নাম স্রোতের প্রতিকুলে,
ভাঙ্গতে পারি সকল প্রতিকুলতা।
আমি নারী আমি গর্বিত
আমি নারী আমিই সহ্য করিতে পারি সংসারনামক
বিষাক্ত দেয়ালের ঝড়-ঝঞ্ঝা
আমি নারী আমিই পারি ভেঙ্গে দিতে নিয়মের নামে
অনিয়মের বেড়িবাঁধ।
আমি নারী পাড়ি দিতে পারি মহাকাশ,
ছুঁতে পারি পাহাড়চূড়া।
আমি নারীই পুরুষতান্ত্রিক সমাজের মুল
চালিকাশক্তি
আমি নারী আমিই পারি হাড়া ভাঙ্গা
যন্ত্রণা সয়ে জন্মদাত্রী।
আমি নারী ঠিকে থাকার লড়াইয়ে অদম্য শক্তি।
নারী শক্তিই,আনবে মুক্তি।
আমি নারী আমিই গর্বিত।
লেখক : মহিলা বিষয়ক সম্পাদিকা,
সাগরদীঘী থিয়েটার,বানিয়াচং।