।। রেজাউল আলম নাসিম ।।
আমি গর্বিত পুলিশ, সন্তান বীর মুক্তিযোদ্ধার
আমি সেবক,এটাই আমার অহংকার।
আমি ভীতু কিংবা ভীরু নহে,মরতেও জানি
সেখানেই রুখে দাড়াব,যেথায় অন্যায়ের বাণী।
আমি ভয় পাই না মৃত্যুর বিভীশিখা,
বুকে ধারণ করি,জ্বলন্ত অগ্নিশিখা।
আমি পিছপা হব না শত্রুর ভয়ে
দূর্বার গতিতে যাব, সম্মুখে এগিয়ে।
আমি লাল সবুজের পতাকা আনবো ছিনিয়ে
শত আঘাতে, শত্রুর ঘাটি ভাঙ্গিয়ে।
আমি তাঁহাকে করিব ছাই, করিব আঙ্গার
ধুলোতে মিশাব,মখোশপরা হায়নার অত্যাচার।
আমি পুলিশ সদস্য, সন্তান বীর মুক্তিযোদ্ধার
এটাই আমার অহংকার।