আবদাল মিয়া : কক্সবাজারে বানিয়াচং উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দের সাথে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) পারস্পরিক শিখন কোর্স বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ইউএনও সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন প্রমুখ । এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।