বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বনিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এর সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’ নেতৃবৃন্দ। বুধবার (৪ অক্টোবর) রাত ৮টায় হবিগঞ্জস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় ইসলামি নাগরিক ফোরামের সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি এবং পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা কাজী মুফতি আতাউর রহমান, সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শোয়াইব আহমদ, নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সহসভাপতি মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারি ও সাংবাদিক শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ সুহাইল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জহির উদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ হাফেজ আখলাকুর রহমান খান পিয়ার ও মাওলানা ইমদাদ বিন খুর্শেদ।