স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী ছান্দ হচ্ছে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের সৈদারটুলা। এ ছান্দের নিজস্ব বহু জায়গা-জমি রয়েছে। গত বছর সেই ছান্দের সর্দার নিযুক্তকে কেন্দ্র করে একের পর এক হামলা-মামলার পর ক্ষতিগ্রস্ত হন উভয় পক্ষ। ছান্দের ২ গ্রুপের সেই দ্বন্দ্ব নিরসন করে দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এমপি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি এ শালিস বৈঠকে উভয় পক্ষের কথা শোনে ১১ সদস্য বিশিষ্ট বোর্ড করে সমস্যা নিস্পত্তি করে দেন তিনি। সিদ্ধান্ত সমূহ হচ্ছে, আগামী ১ মাসের মধ্যে নতুন ছান্দ সর্দার নিয়োগ, উভয় পক্ষের মামলা-মোকদ্দমা প্রত্যাহার ও অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খানের মাধ্যমে ছান্দের জলাশয় ডাক দেওয়াসহ বিভিন্ন সমস্যা সমাধান করা।
এ ছাড়াও পূর্বের ন্যায় সবাইকে ভাই ভাই হিসেবে সহনশীল আচরণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহবান করা হয়।
বোর্ডের অন্যান্য সদস্যগণ হচ্ছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন,
শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান, ১নং ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, সাবেক ভাইস প্রিন্সিপাল কাজী মুফতি আতাউর রহমান, মুজিবুল হোসেন মারুফ, জয়নাল আবেদীন ও মাওলানা মশিউর রহমান। এসময় ছান্দের শত শত বাসিন্দা উপস্থিত ছিলেন এবং এ দ্বন্দ্ব নিরসনে সবাই বেজায় খুশি হয়েছেন।