মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে “এত সুন্দর সাজানো গোছানো সংসারে করোনার আঘাত তা কেউ-ই আমরা মেনে নিতে পারি না। আমার হোম কোরাইনটাইম শেষ হয়েছে এবং ২য় বার নেগেটিভ এসেছে। এখন আল্লাহর রহমতে আর কোন সমস্যা নাই। আমি কাজে যোগদান করতে পারব।আমার ছেলের ফলাফল নেগেটিভ এসেছে । বর্তমানে রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক প্রত্যেক জায়গায়ই করোনা আমাদের গ্রাস করতে বসেছে। তারপরও জীবনের চাকা আমাদের সচল রাখতে হবে। সরকারের বিধিনিষেধ অর্থাৎ আমরা বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের আদেশ যদি পালন করি তাহলে অনেকটা শঙ্কা মুক্ত থাকব ইনশাআল্লাহ।বর্তমানে আমাদের চলার লাইফ স্টাইল পাল্টাতে হবে।আমাদের প্রত্যেককে প্রতিদিন কমপক্ষে ১ঘন্টা করে শারীরিক পরিশ্রম করতে হবে। পায়ে হাটার অভ্যাস করতে হবে।গরম পানি, আদার চা এবং ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। খাওয়ার ম্যানু পাল্টাতে হবে। কষ্ট হলেও মাছ,মাংস, ডিম খেতে হবে।তা হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আল্লাহর রহমতে করোনা আপনাকে সম্মান করবে। মনে রাখবেন বিজ্ঞানের চরম উৎকর্ষের মধ্যেও ঔষধ কোম্পানি গুলির মাথা নষ্ট। কোন মেডিসিন আবিষ্কার করতে পারছে না।১৪০০ শত বছর আগে নবী করিম( সাঃ) কালিজিরা আর মধুই বড় ঔষধ। পাঁচ ওয়াক্ত নামাজ, মনে সাহস এগুলো নিয়েই চলতে হবে।আসুন আমরা সবাই মিলে জীবন সংসারে কিছু সংশোধনী আনী- নিরাপদ জীবন গড়ি। করোনাকে জয় করি।
আল্লাহ হাফেজ।
মহিউদ্দিন আগাখান, সহকারি যুব উন্নয়ন কর্ম্কর্তা, বানিয়াচং। তাঁর
ফেইসবুক ওয়াল থেকে এ স্ট্যাটাসটি নেয়া।