স্টাফ রিপোর্টার: আগামী ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২৩ ফেব্রুয়ারি) বিকালে উমেদনগরের মধ্য হাটি মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুসফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী,জেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বর্তমান সরকারের সময়ে হবিগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অগ্রগতির স্বার্থে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে নৌকার প্রার্থী মনোনীত করেছেন।
তাই আগামী নির্বাচনে হবিগঞ্জের উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন। নির্বাচনী জনসভায় নৌকার মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম বলেন, একটিবার আমাকে সুযোগ দিন জীবন দিয়ে শোধ করবো আপনাদের ঋণ। সবার কাছে তিনি দোয়া ও ভোট কামনা করেন।