সালেহ উদ্দিন তালুকদার সুমন : নুরুল ইসলাম সোহাগ একজন পরোপকারী, সদালাপী ও বন্ধুবৎসল মানুষ। ওল্ডহ্যামের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সংগঠক তিনি। মুক্তিযোদ্ধা, মুক্তিযদ্ধ ও বাংলাদেশ তাঁর কাছে সবসময়ই এক অহংকারের বিষয়। প্রবাসে থেকেও তিনি প্রতিনিয়তই বাংলাদেশ ও বাংলা ভাষার জন্য কাজ করেন। বাংলাদেশর সিলেটের বাসিন্দা নুরুল ইসলাম সোহাগ বৃটেনে বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন নির্মোহ চিত্তে। তিনি অনেক সামাজিক উদ্যোগের নেতৃত্বসহ সহযোগী হয়ে থাকেন। সরল কথায় যে কোন ভালো কাজের সহযোগি হিসেব তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন। বৃটেনের লিজ কমিউনিটিই শুধু নয় তিনি মুলধারার বিভিন্ন কাজেও শরিক হয়ে সেতু বন্ধনের সৃষ্টি করেন বাংলাদেশী ও মূলধারায় সমাজের সঙ্গে। তাঁর কাজ অনেকেই উৎসাহ যোগায় এবং সামাজিক কাজে জড়িত হতে। তিনি একজন সংগঠক ও শখের আবৃত্তিকারও। তাঁর সামাজিক কাজের জন্য তিনি ওল্ডহ্যামের মেয়রের সম্মাননা স্মারকেও ভূষিত হয়েছেন।নুরুল ইসলাম সোহাগ একজন সত্যিকারের দেশপ্রেমিক, পরোপকারি ও সাদা মনের মানুষ।এমন মানুষ সমাজের জন্য বড় এক সম্পদ। এ মানুষটির প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করছি।
লেখক : কবিও সমাজকর্মী, যুক্তরাজ্য।