ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচংয়ে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Logo এমপি মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন Logo মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ায় মুফতি হাফিজুল হককে সংবর্ধনা প্রদান Logo আজমিরীগঞ্জে নিত্যপণ্যের মূল্য চড়া: ক্রেতাদের নাভিশ্বাস Logo একজন কর্মবীর সফল এমপি আব্দুল মজিদ খান Logo বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনজুর চৌধুরী Logo বানিয়াচংয়ে ইফা শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত Logo আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০লিটার চোলাই মদ জব্দ : আটক-১

এই দেশের মাটিতেই শহীদ কিবরিয়া হত্যার বিচার হবে : ড. রেজা কিবরিয়া

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

তরঙ্গ ডেস্ক :: ২৭ জানুয়ারী বুধবার সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ২০০৫ সালের ওই দিনে তিনি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় গ্রেণেড হামলায় নির্মমভাবে নিহত হন। শাহ এএমএস কিবরিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো পুস্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। ঢাকার বনানীতে গোরস্তানে অবস্থিত মরহুমের কবরস্থানে বুধবার সকাল সাড়ে ৯টায় পুস্পস্তবক অর্পণ করেন ড. রেজা কিবরিয়া ও পরিবার-স্বজনরা ছাড়াও গণফোরাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দের পাশাপাশি হবিগঞ্জ- নবীগঞ্জ গণফোরাম এর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

ছবি- গণ্যমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন ড. রেজা কিবরিয়া।

পরে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণফোরাম এর সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও পরিবার-স্বজনগণ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শহীদ শাহ কিবরিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
এদিকে, ১৬ বছরেও শাহ এ এম এম কিবরিয়া হত্যাকান্ডের বিচার না হওয়ায় হতাশ তার পরিবার। এ ব্যাপারে বুধবার বিভিন্ন মিডিয়ায় ও এক ভিডিও বার্তায় বক্তব্য প্রদান করে হত্যা রহস্যের উদঘাটন ও বিচারের জোর দাবী জানান ড. রেজা কিবরিয়া। ভিডিও বার্তায় তিনি বলেন, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যারবাজারে আমার বাবা মৃত্যুবরণ করেন। তিনি সারা জীবন দেশের জন্য কাজ করেছেন। পররাষ্ট্র সচিব ও জাতীসংঘের উপ-মহাসচিব ছিলেন। পরে অর্থমন্ত্রী ও এমপি নির্বাচিত হন। এমপি থাকার সময় বৈদ্যারবাজারে আওয়ামী লীগের এক জনসভায় তিনি আহত হলে কয়েক ঘন্টা পর মারা যান। এর পর ১৬ বছরেও আমার বাবার হত্যার বিচার কাজ নিয়ে চলছে প্রহসন। আমার বাবার হত্যার বিচার নিয়ে বিলম্বের রহস্য আমার পরিবার ও দেশের জন্য উদঘাটন প্রয়োজন বলে আমি মনে করি। আমি আশাবাদী এই বংলার মাটিতেই আমার বাবার বিচার হবে।

 

ছবি- শহীদ কিবরিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করছেন ড. রেজা কিবরিয়াসহ স্বজনরা।

উল্লেখ্য,শাহ এ এম এস কিবরিয়া কর্মজীবনে পররাষ্ট্র সচিব, এসকাপের নির্বাহী সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করার পর ১৯৯৪ সালে আওয়ামীলীগে যোগদান করেন। পরে তিনি আওয়ামীলীগের উপদেষ্টা হন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে তিনি হবিগঞ্জ-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি ছিলেন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারীর দ্বায়িত্ব পালন করেন। মৃদুভাষন নামে একটি সাময়িকির সম্পাদক ছিলেন তিনি। মুক্তিযোদ্ধের সময় তিনি প্রবাসে দেশের পক্ষে কাজ করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। জনসভা ছিল কানায় কানায় পূর্ণ। বক্তব্য শেষে যখন তিনি মঞ্চ থেকে নেমে সহকর্মীদের নিয়ে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে আসেন তখনই দিনের আলো নিভে প্রায় সন্ধ্যা। হঠাৎ করেই বিকট শব্দ। হুড়োহুড়িতে চারদিকে গগনবিদারী চিৎকার। আর্জেস গ্রেনেডের আঘাতে অনেকেই ক্ষতবিক্ষত। সেখানে শাহ এ এমএস কিবরিয়া গুরুতর আহত হলে ঢাকা নেয়ার পর মৃত্যু বরণ করেন। ঘটনাস্থলে মারা যান তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা ও এলাকার তিনজন। আহত হন আরও ৭০জন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

এই দেশের মাটিতেই শহীদ কিবরিয়া হত্যার বিচার হবে : ড. রেজা কিবরিয়া

আপডেট সময় ০৫:১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

তরঙ্গ ডেস্ক :: ২৭ জানুয়ারী বুধবার সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৬তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ২০০৫ সালের ওই দিনে তিনি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় গ্রেণেড হামলায় নির্মমভাবে নিহত হন। শাহ এএমএস কিবরিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো পুস্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। ঢাকার বনানীতে গোরস্তানে অবস্থিত মরহুমের কবরস্থানে বুধবার সকাল সাড়ে ৯টায় পুস্পস্তবক অর্পণ করেন ড. রেজা কিবরিয়া ও পরিবার-স্বজনরা ছাড়াও গণফোরাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দের পাশাপাশি হবিগঞ্জ- নবীগঞ্জ গণফোরাম এর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

ছবি- গণ্যমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন ড. রেজা কিবরিয়া।

পরে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণফোরাম এর সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও পরিবার-স্বজনগণ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শহীদ শাহ কিবরিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
এদিকে, ১৬ বছরেও শাহ এ এম এম কিবরিয়া হত্যাকান্ডের বিচার না হওয়ায় হতাশ তার পরিবার। এ ব্যাপারে বুধবার বিভিন্ন মিডিয়ায় ও এক ভিডিও বার্তায় বক্তব্য প্রদান করে হত্যা রহস্যের উদঘাটন ও বিচারের জোর দাবী জানান ড. রেজা কিবরিয়া। ভিডিও বার্তায় তিনি বলেন, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যারবাজারে আমার বাবা মৃত্যুবরণ করেন। তিনি সারা জীবন দেশের জন্য কাজ করেছেন। পররাষ্ট্র সচিব ও জাতীসংঘের উপ-মহাসচিব ছিলেন। পরে অর্থমন্ত্রী ও এমপি নির্বাচিত হন। এমপি থাকার সময় বৈদ্যারবাজারে আওয়ামী লীগের এক জনসভায় তিনি আহত হলে কয়েক ঘন্টা পর মারা যান। এর পর ১৬ বছরেও আমার বাবার হত্যার বিচার কাজ নিয়ে চলছে প্রহসন। আমার বাবার হত্যার বিচার নিয়ে বিলম্বের রহস্য আমার পরিবার ও দেশের জন্য উদঘাটন প্রয়োজন বলে আমি মনে করি। আমি আশাবাদী এই বংলার মাটিতেই আমার বাবার বিচার হবে।

 

ছবি- শহীদ কিবরিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করছেন ড. রেজা কিবরিয়াসহ স্বজনরা।

উল্লেখ্য,শাহ এ এম এস কিবরিয়া কর্মজীবনে পররাষ্ট্র সচিব, এসকাপের নির্বাহী সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করার পর ১৯৯৪ সালে আওয়ামীলীগে যোগদান করেন। পরে তিনি আওয়ামীলীগের উপদেষ্টা হন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে তিনি হবিগঞ্জ-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি ছিলেন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারীর দ্বায়িত্ব পালন করেন। মৃদুভাষন নামে একটি সাময়িকির সম্পাদক ছিলেন তিনি। মুক্তিযোদ্ধের সময় তিনি প্রবাসে দেশের পক্ষে কাজ করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। জনসভা ছিল কানায় কানায় পূর্ণ। বক্তব্য শেষে যখন তিনি মঞ্চ থেকে নেমে সহকর্মীদের নিয়ে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে আসেন তখনই দিনের আলো নিভে প্রায় সন্ধ্যা। হঠাৎ করেই বিকট শব্দ। হুড়োহুড়িতে চারদিকে গগনবিদারী চিৎকার। আর্জেস গ্রেনেডের আঘাতে অনেকেই ক্ষতবিক্ষত। সেখানে শাহ এ এমএস কিবরিয়া গুরুতর আহত হলে ঢাকা নেয়ার পর মৃত্যু বরণ করেন। ঘটনাস্থলে মারা যান তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা ও এলাকার তিনজন। আহত হন আরও ৭০জন।