কাজী মাহমুদুল হক সুজন : চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে রেমা চা বাগান পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২রা জুন) দুপুরে উপজেলা হল রুমে ইউএনও সত্যজিত রায় দাশের সভাপতিত্ব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর কাদির লস্কর,থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক,গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির,রেমা চা বাগানের ডিজিএম ওয়াহিদুল হক প্রমুখ। বৈঠকে আলোচনার প্রেক্ষিতে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে আগামী বৃহষ্পতিবার থেকে কাজে যোগ দিবে শ্রমিকরা। এর মধ্যে বাগান কতৃপক্ষ শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিবেন।বিষয়টি সমাধা হওয়ায় ৩ মাস পর রেমা চা বাগান আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন সেখানকার বাসিন্দারা। উল্লেখ্য, গত ৬ মার্চ রেমা চা বাগানের ম্যানেজার ও শ্রমিকদের মধ্যে বিভিন্ন দাবি ও সুযোগ-সুবিধা নিয়ে বিরোধ এর প্রেক্ষিতে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। পরবর্তীতে ৯ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও ও অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার পর মালিকপক্ষ উক্ত বাগানের সামগ্রিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। ৬ মার্চ থেকে অদ্যাবধি চা উৎপাদন কর্মকাণ্ড বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মারাত্মক অর্থকষ্টে ভুগছেন। এমতাবস্থায়, জেলা প্রশাসক চা শ্রমিকদের জন্য ৩ টন চাল বরাদ্দ দেন যা ইতোমধ্যে সুষ্ঠুভাবে বন্টন হয়েছে ।
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, ভবিষ্যতে মালিক ও শ্রমিক এর মধ্যকার সুসম্পর্ক অটুট রাখার স্বার্থে উপজেলা প্রশাসন নিয়মিত বাগান পরিস্থিতি মনিটরিং করবে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে ইউএনও সত্যজিত রায় দাশ উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আশাবাদী রেমা চা বাগানে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে।