দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একটা বড় অংশ রয়েছে এ জেলায়। সুপার সাইক্লোন হয়ে ঘূর্ণিঝড় আম্পান ১৫০-১৬০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে সাতক্ষীরার উপকূলে। সঙ্গে থাকবে ১০-১৫ ফুট উচ্চতার জ্বলোচ্ছ্বাস।
উপকূলে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সুন্দরবনে। আম্পানের সঙ্গে প্রথমে লড়বে সুন্দরবন।
সুন্দরবনের আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। এরমধ্যে ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার পড়েছে বাংলাদেশে; বাকি ৩ হাজার ৯৮৩ বর্গকিলোমিটার ভারতে। বাংলাদেশ অংশের সুন্দরবনকে পূর্ব ও পশ্চিম বন বিভাগ নামে ভাগ করা হয়েছে। বাগেরহাট ও বরিশাল অংশ পূর্ব বন বিভাগ এবং খুলনা ও সাতক্ষীরার অংশ পশ্চিম বন বিভাগ নামে পরিচিত।
সাতক্ষীরার জেলার ৩ হাজার ৮৫৮.৩৩ বর্গকিলোমিটার এলাকার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশেরও (১ হাজার ৪৪৫.১৮ বর্গকিলোমিটার) বেশি এলাকাজুড়ে রয়েছে সুন্দরবন।