মখলিছ মিয়া ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদকে সামনে রেখে আইন শৃংঙ্খলা রক্ষায় তৎপর বানিয়াচং থানা পুলিশ। ইতিমধ্যে বানিয়াচং উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঈদ সামনে রেখে কোন প্রকার অপরাধ সংঘটিত না হয়, সে জন্য থানা পুলিশ এর পাশাপাশি সাদা পোশাকেও অনেক পুলিশ দায়িত্ব পালন করছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকালে স্থানীয় এড়ালিয়া মাঠে স্থাপিত অস্থায়ী পশুর হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হাট পরিদর্শন করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন।
এ সময় তিনি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে কোন সমস্যা আছে কি না তা জেনেছেন। পশুর হাটে নির্বিঘ্নে বেচা কেনা করতে হাটের গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। যে কোন সমস্যা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক থানা পুলিশকে অবগত করতে ক্রেতা,বিক্রেতাসহ ইজারাদারদের তিনি অনুরোধ জানান।
এ সময় পশুর হাটে স্বাস্থ্য সুরক্ষা রাখতে বানিয়াচং থানা পুলিশের পক্ষ থেকে মাস্কসহ বিভিন্ন ধরণের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মোঃ ছায়েব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা করে যাচ্ছে বানিয়াচং থানা পুলিশ। মাদক, দাঙ্গা,মদ, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ রোধ করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ (বিপিএম,পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম (বানিয়াচং সার্কেল) এর সঠিক দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের দোরগড়ায় গিয়ে বিট পুলিশিং সভা করছেন অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন।