ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচংয়ে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Logo এমপি মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন Logo মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ায় মুফতি হাফিজুল হককে সংবর্ধনা প্রদান Logo আজমিরীগঞ্জে নিত্যপণ্যের মূল্য চড়া: ক্রেতাদের নাভিশ্বাস Logo একজন কর্মবীর সফল এমপি আব্দুল মজিদ খান Logo বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনজুর চৌধুরী Logo বানিয়াচংয়ে ইফা শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত Logo আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০লিটার চোলাই মদ জব্দ : আটক-১

ইসলামের শিক্ষা প্রসারে ‘আল দাওয়া অনলাইন টেলিভিশন’

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৮:০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
  • ১২৬ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে ইন্টারনেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে- IPTV বা অনলাইন টিভি মাধ্যম। যা প্রতিটি কম্পিউটার, স্মার্ট টিভি ও ফোনের মাধ্যমে টিভি অনুষ্ঠানমালা দেখার সুযোগ এনে দিয়েছে হাতের মুঠোয়।

বিশ্বের সর্বত্র দ্রুত এবং ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে এই অনলাইন টেলিভিশন কার্যক্রম।

তথ্য-প্রযুক্তির এই প্রবল গতিধারায় যুক্ত হয়ে ইসলামের শিক্ষা ও আদর্শ তুলে ধরার প্রত্যয়ে ‘দুনিয়া ও আখেরাতের কল্যাণে’ স্লোগান নিয়ে পথচলা শুরু করেছে অনলাইন টেলিভিশন aldawah.tv ।

আল্লাহর বাণী কোরআনে কারিমের প্রকৃত শিক্ষা ও নির্দেশনা তুলে ধরে সমাজে প্রচলিত ভুলগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং সঠিক জ্ঞানের প্রচার ও প্রসারই তাদের লক্ষ্য। সুন্দর সাবলীল সমাজ-সংস্কৃতি গড়ে তুলতে aldawah.tv নির্মাণ ও সম্প্রচার করছে শিক্ষামূলক, প্রামাণ্য ও সুস্থ ধারার অনুষ্ঠানমালা। প্রতিষ্ঠার পর থেকে ইতোমধ্যে দেশের অনলাইন টিভিসমূহের মধ্যে অনন্য স্থানে অবস্থান অর্জন করেছে এবং দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

দর্শকনন্দিত ‘জীবন জিজ্ঞাসা’ অনুষ্ঠানটি প্রতিদিন রাতে দর্শকদের প্রশ্নোত্তরের পসরা নিয়ে Live সম্প্রচারিত হচ্ছে। এতে কোরআন-সুন্নাহর আলোকে টেলিফোনে প্রাপ্ত দর্শকদের সব ধরনের প্রশ্নের জবাব প্রদান করে থাকেন দেশের প্রখ্যাত আলেমরা। বিপুল সংখ্যক দর্শক এতে প্রতিদিন সরাসরি ফোনে এবং facebook লাইভ-এ প্রশ্ন করে থাকেন।

ইসলামি দুনিয়ার আরেকটি দিক-নির্দেশনামূলক বিষয় হচ্ছে- হারামাইন শরীফাইন তথা মক্কা-মদিনার জুমার খুতবা। এই গুরুত্বপূর্ণ খুতবার বিষয়বস্তু বাংলায় অনুবাদ করে ডাবিংয়ের মাধ্যমে বাংলাভাষী মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। ‘হারামাইনের জুমার খুতবা’ শিরোনামে এ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত ১০টা থেকে।

এ ছাড়া aldawah.tv কর্তৃক প্রচারিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- কোরআনের আলো, তেলাওয়াত ও তরজমা, হাদিসে রাসূল, তালিম ও তারবিয়াত, কোরআনের আঙ্গিনায় আমাদের জীবন, কোরআনের ছায়াতলে, দোয়া ও জিকির, ইসলামে অধিকার প্রসঙ্গ, সুন্দর জীবনের জন্য, অঙ্গনা, দেশ-বিদেশের ইসলামি গান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও নির্মল বিনোদনমূলক অনুষ্ঠান।

aldawah.tv-র সঙ্গে থাকতে ও অনুষ্ঠানমালা দেখতে লিঙ্ক www.aldawah.tv অথবা গুগল প্লেস্টোরে গিয়ে dawah tv অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। এ ছাড়া youtube-এ চলছে দাওয়া টিভির লাইভ সম্প্রচার।

দাওয়া facebook পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পৃক্ত হয়ে Like, Share ও Subscribe করতে পারেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ইসলামের শিক্ষা প্রসারে ‘আল দাওয়া অনলাইন টেলিভিশন’

আপডেট সময় ০৮:০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০

বর্তমান সময়ে ইন্টারনেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে- IPTV বা অনলাইন টিভি মাধ্যম। যা প্রতিটি কম্পিউটার, স্মার্ট টিভি ও ফোনের মাধ্যমে টিভি অনুষ্ঠানমালা দেখার সুযোগ এনে দিয়েছে হাতের মুঠোয়।

বিশ্বের সর্বত্র দ্রুত এবং ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে এই অনলাইন টেলিভিশন কার্যক্রম।

তথ্য-প্রযুক্তির এই প্রবল গতিধারায় যুক্ত হয়ে ইসলামের শিক্ষা ও আদর্শ তুলে ধরার প্রত্যয়ে ‘দুনিয়া ও আখেরাতের কল্যাণে’ স্লোগান নিয়ে পথচলা শুরু করেছে অনলাইন টেলিভিশন aldawah.tv ।

আল্লাহর বাণী কোরআনে কারিমের প্রকৃত শিক্ষা ও নির্দেশনা তুলে ধরে সমাজে প্রচলিত ভুলগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং সঠিক জ্ঞানের প্রচার ও প্রসারই তাদের লক্ষ্য। সুন্দর সাবলীল সমাজ-সংস্কৃতি গড়ে তুলতে aldawah.tv নির্মাণ ও সম্প্রচার করছে শিক্ষামূলক, প্রামাণ্য ও সুস্থ ধারার অনুষ্ঠানমালা। প্রতিষ্ঠার পর থেকে ইতোমধ্যে দেশের অনলাইন টিভিসমূহের মধ্যে অনন্য স্থানে অবস্থান অর্জন করেছে এবং দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

দর্শকনন্দিত ‘জীবন জিজ্ঞাসা’ অনুষ্ঠানটি প্রতিদিন রাতে দর্শকদের প্রশ্নোত্তরের পসরা নিয়ে Live সম্প্রচারিত হচ্ছে। এতে কোরআন-সুন্নাহর আলোকে টেলিফোনে প্রাপ্ত দর্শকদের সব ধরনের প্রশ্নের জবাব প্রদান করে থাকেন দেশের প্রখ্যাত আলেমরা। বিপুল সংখ্যক দর্শক এতে প্রতিদিন সরাসরি ফোনে এবং facebook লাইভ-এ প্রশ্ন করে থাকেন।

ইসলামি দুনিয়ার আরেকটি দিক-নির্দেশনামূলক বিষয় হচ্ছে- হারামাইন শরীফাইন তথা মক্কা-মদিনার জুমার খুতবা। এই গুরুত্বপূর্ণ খুতবার বিষয়বস্তু বাংলায় অনুবাদ করে ডাবিংয়ের মাধ্যমে বাংলাভাষী মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। ‘হারামাইনের জুমার খুতবা’ শিরোনামে এ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত ১০টা থেকে।

এ ছাড়া aldawah.tv কর্তৃক প্রচারিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- কোরআনের আলো, তেলাওয়াত ও তরজমা, হাদিসে রাসূল, তালিম ও তারবিয়াত, কোরআনের আঙ্গিনায় আমাদের জীবন, কোরআনের ছায়াতলে, দোয়া ও জিকির, ইসলামে অধিকার প্রসঙ্গ, সুন্দর জীবনের জন্য, অঙ্গনা, দেশ-বিদেশের ইসলামি গান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও নির্মল বিনোদনমূলক অনুষ্ঠান।

aldawah.tv-র সঙ্গে থাকতে ও অনুষ্ঠানমালা দেখতে লিঙ্ক www.aldawah.tv অথবা গুগল প্লেস্টোরে গিয়ে dawah tv অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। এ ছাড়া youtube-এ চলছে দাওয়া টিভির লাইভ সম্প্রচার।

দাওয়া facebook পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পৃক্ত হয়ে Like, Share ও Subscribe করতে পারেন।