শেখ মোঃ আলমগীর : হবিগঞ্জের বানিয়াচংয়ে ইকরাম বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। শুক্রবার (২রা জুন) দুপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দীর্ঘ সময় কাটান এবং সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজ্জমুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন তালুকদার, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বাবু প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্কল মিয়া মেম্বার, বাজার কমিটির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ মে) রাতে বানিয়াচং ইকরাম বাজারে ভযাবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। এতে ব্যবসায়ীরা সর্বস্ব পুড়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে।