ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সু-শাসন প্রতিষ্ঠা করতে হলে জনসাধারণকে তথ্য জানাতে হবে : ড. আব্দুল হাকিম Logo বানিয়াচং মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন : সভাপতি লিটন, সম্পাদক আব্দাল মিয়া Logo নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্র নিহত : মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo আজ হবিগঞ্জ আসছেন কবির বিন আনোয়ার : জেলা আ’লীগ অফিসে উদ্বোধন করবেন স্মার্ট কর্নার Logo উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যাকে আবারও নির্বাচিত করুন : এমপি মজিদ খান Logo ইকরাম বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেছেন এমপি মজিদ খান Logo উন্নত স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে সততা ডায়াগস্টিক সেন্টার উদ্বোধন Logo বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্রবাজদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হবে Logo বানিয়াচংয়ে ইকরাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাঁই : ব্যাপক ক্ষতি Logo হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল

আসলে কেউ সুখী নয়

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ১২:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • ১১৫ বার পড়া হয়েছে
মোঃ সেলিম উদ্দিন : সুখের এ পৃথিবী, সুখেরই অভিনয়, যতোই আড়ালে রাখো, আসলে কেউ সুখী নয়; রুপালী গিটার ফেলে না ফেরার দেশে চলে যাওয়া আইয়ুব বাচ্চুর গাওয়া এ গানটি বোধ করি সবার মনের অপ্রকাশিত কথাকেই প্রকাশ করেছে। এ ভব সংসারে সুখী মানুষের খোঁজ পাওয়া দুস্কর।
কম বেশী সবাই যখন নিজের কাছে নিজে প্রশ্ন করে তখন সে সুখী না দুঃখী তার উত্তর মেলাতে পারে না। যার হাত নেই সে দু’টি হাতের মানুষকে দেখে নিজেকে দুখী ভাববে এটাই স্বাভাবিক। যার যা প্রয়োজন তার কোন একটার অপূর্ণতাই তাকে দুঃখী মানুষের কাতারে নিয়ে যায়। মহান আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃজন করেছেন।
মায়ের গর্ভে জন্ম নিয়ে আমরা রঙিন পৃথিবীর আলো দেখে সুখ নামক দূর্লভ বস্তুটির পানে বিরামহীন ছুটে চলি। ছুটতে ছুটতে যখন ক্লান্তি আসে, তখন চাওয়া পাওয়ার হিসেব মিলাতে বসি। হিসেব কষে প্রাপ্তির খাতা যখন শূন্য দেখি, তখন রাজ্যের হাজারো দুঃখ মনের ভিতরে বাসা বাঁধে।
একটু খেয়াল করলে দেখা যাবে হতাশার কারণে যেমন মাদকসেবী কিংবা অপরাধীর সংখ্যা বেড়েছে তেমনি হৃদরোগীর সংখ্যাও বহুগুণে বেড়েছে।
ছবি- চিন্তিত অবস্থায় এ বৃদ্ধ।

যারা হতাশার কারণে অপরাধের পথ বেছে না নিয়ে দুঃখকে মনের মাঝে পুষে রাখে তারা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন।

সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কেউ অল্পতেই সুখী হওয়ার চেষ্টা করেন, কেউ আবার অনেক পেয়েও সুখী হতে পারেন না। সুখ না থাকলে অসুখ শরীরে বাসা বাঁধে। কোন ঔষধে তা নিরাময় হয়না। এ পৃথিবীতে না পাওয়ার বেদনায় ভোগেননি এমন মানুষ খোঁজে পাওয়া কঠিন হবে। গানের ভাষায় মাঝে মাঝে বলি, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। জানার এ ইচ্ছা কখনো পূরন হবে না।
কারণ প্রকৃত অর্থে সুখ কি এটা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। কেউ বুকে হাত দিয়ে সৎ সাহস নিয়ে বলতে পারবে না সে পরিপূর্ন সুখী। সমাজ জীবনে, কর্ম জীবনে, সংসার জীবনে কেউ পরিপূর্ণ সুখ ভোগ করেছে বা ভোগ করতে পারছে তা কেউ বলতে পারবে না।
লেখার শুরুতে বলেছিলাম যার একটি হাত নেই সে অন্যের দুটো হাত দেখে নিজেকে দুখী ভাববে এটাই স্বাভাবিক। আসলে আমরা সবাই সুখের পাগল। কেউ কেউ নিজের কষ্ট গুলোকে বুকের মধ্যে চাপা রেখে এ পৃথিবীতে সুখী হওয়ার অভিনয় করে।
আড্ডায় হাসি খুশি থাকা মানুষটিকে দিন শেষে নীরব থাকতে দেখা যায়। যাত্রা মঞ্চে রাজার চরিত্রে তুখোড় অভিনয় করা মানুষটির বাস্তব জীবনে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মরতে হয়। সুখ পাখিটি খাচায় যত্ন করে পুষে রাখলেও ফাঁক পেলেই সে উড়াল দেয় !!!
লেখক : গল্পকার ও পিএস, হবিগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ , হবিগঞ্জ।

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সু-শাসন প্রতিষ্ঠা করতে হলে জনসাধারণকে তথ্য জানাতে হবে : ড. আব্দুল হাকিম

আসলে কেউ সুখী নয়

আপডেট সময় ১২:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
মোঃ সেলিম উদ্দিন : সুখের এ পৃথিবী, সুখেরই অভিনয়, যতোই আড়ালে রাখো, আসলে কেউ সুখী নয়; রুপালী গিটার ফেলে না ফেরার দেশে চলে যাওয়া আইয়ুব বাচ্চুর গাওয়া এ গানটি বোধ করি সবার মনের অপ্রকাশিত কথাকেই প্রকাশ করেছে। এ ভব সংসারে সুখী মানুষের খোঁজ পাওয়া দুস্কর।
কম বেশী সবাই যখন নিজের কাছে নিজে প্রশ্ন করে তখন সে সুখী না দুঃখী তার উত্তর মেলাতে পারে না। যার হাত নেই সে দু’টি হাতের মানুষকে দেখে নিজেকে দুখী ভাববে এটাই স্বাভাবিক। যার যা প্রয়োজন তার কোন একটার অপূর্ণতাই তাকে দুঃখী মানুষের কাতারে নিয়ে যায়। মহান আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃজন করেছেন।
মায়ের গর্ভে জন্ম নিয়ে আমরা রঙিন পৃথিবীর আলো দেখে সুখ নামক দূর্লভ বস্তুটির পানে বিরামহীন ছুটে চলি। ছুটতে ছুটতে যখন ক্লান্তি আসে, তখন চাওয়া পাওয়ার হিসেব মিলাতে বসি। হিসেব কষে প্রাপ্তির খাতা যখন শূন্য দেখি, তখন রাজ্যের হাজারো দুঃখ মনের ভিতরে বাসা বাঁধে।
একটু খেয়াল করলে দেখা যাবে হতাশার কারণে যেমন মাদকসেবী কিংবা অপরাধীর সংখ্যা বেড়েছে তেমনি হৃদরোগীর সংখ্যাও বহুগুণে বেড়েছে।
ছবি- চিন্তিত অবস্থায় এ বৃদ্ধ।

যারা হতাশার কারণে অপরাধের পথ বেছে না নিয়ে দুঃখকে মনের মাঝে পুষে রাখে তারা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন।

সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কেউ অল্পতেই সুখী হওয়ার চেষ্টা করেন, কেউ আবার অনেক পেয়েও সুখী হতে পারেন না। সুখ না থাকলে অসুখ শরীরে বাসা বাঁধে। কোন ঔষধে তা নিরাময় হয়না। এ পৃথিবীতে না পাওয়ার বেদনায় ভোগেননি এমন মানুষ খোঁজে পাওয়া কঠিন হবে। গানের ভাষায় মাঝে মাঝে বলি, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। জানার এ ইচ্ছা কখনো পূরন হবে না।
কারণ প্রকৃত অর্থে সুখ কি এটা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। কেউ বুকে হাত দিয়ে সৎ সাহস নিয়ে বলতে পারবে না সে পরিপূর্ন সুখী। সমাজ জীবনে, কর্ম জীবনে, সংসার জীবনে কেউ পরিপূর্ণ সুখ ভোগ করেছে বা ভোগ করতে পারছে তা কেউ বলতে পারবে না।
লেখার শুরুতে বলেছিলাম যার একটি হাত নেই সে অন্যের দুটো হাত দেখে নিজেকে দুখী ভাববে এটাই স্বাভাবিক। আসলে আমরা সবাই সুখের পাগল। কেউ কেউ নিজের কষ্ট গুলোকে বুকের মধ্যে চাপা রেখে এ পৃথিবীতে সুখী হওয়ার অভিনয় করে।
আড্ডায় হাসি খুশি থাকা মানুষটিকে দিন শেষে নীরব থাকতে দেখা যায়। যাত্রা মঞ্চে রাজার চরিত্রে তুখোড় অভিনয় করা মানুষটির বাস্তব জীবনে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মরতে হয়। সুখ পাখিটি খাচায় যত্ন করে পুষে রাখলেও ফাঁক পেলেই সে উড়াল দেয় !!!
লেখক : গল্পকার ও পিএস, হবিগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ , হবিগঞ্জ।