স্টাফ রিপোর্টার : বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় সাগর দিঘির পশ্চিম পাড় সনি মার্কেটে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোশাহিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল খান এর সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ আলী সোহেল। এতে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক আবু আশসাফ চৌধুরী, আওয়ামীলীগ নেতা আয়ূব উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ ও হেলিম, দপ্তর সম্পাদক রিপন মিয়া, কৃষি সম্পাদক জাকির মিয়া, সহ সভাপতি শেলু মিয়া,

যুগ্ম সম্পাদক সালেহ মিয়া, আক্তার মিয়া, মহিবুর রহমান, এখলাছ মিয়া, আমজাদ মিয়া, আজিজুর, চনু মিয়া, কামাল, লিটন, মারুফ, রাজন, টিপু, ফুল মিয়া, কাউছার, মহিবুর, অলি, সেবুলস প্রমুখ। বক্তাগণ বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে ৪নং ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আশরাফ আলী সোহেলকে নৌকা প্রতীক দিতে মনোনয়ন বোর্ডের কাছে অনুরোধ জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আলী সোহেল বলেন, আমি সব সময় দলীয় প্রতীক নৌকার পক্ষে রয়েছি এবং কখনো বিপক্ষে যাইনি। আমি ব্যক্তি থেকে দলকে বড় করে দেখেছি। কাজেই আমি আশাবাদী দল আমাকে এ বছর মূল্যায়ন করবে।