নিজস্ব প্রতিবেদক : ঢাকা সোনারগাঁও হোটেল রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক এর সাথে অশুভন আচরণ করায় বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বাদ এশা উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার ও বড় বাজারে পৃথকভাবে তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেছেন মাওলানা মুনতাসির আলম সোহান, হাফেজ আব্দুল মুকিত, মাওলানা বাহার উদ্দিন ও বিল্লাল আহমেদসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।