তরঙ্গ ডেস্ক : সমমনা ইসলামি দল সমুহের নেতৃবৃন্দ বলেন, আল্লামা কাসেমীর ইন্তকালে জাতির যে অফুরন্ত ক্ষতি স্বাধিত হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
আল্লামা কাসেমী ছিলেন ঈমান, ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষায় অতন্ত্র প্রহরী।
শনিবার (১৯ ডিসেম্বর) বাদ আসর জমিয়ত কার্যালয়ে সমমনা ইসলামি দল সমুহ আয়োজিত আল্লামা নূর হোছাইন কাসেমী (রহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামি ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট কাজী আবুল খয়ের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী, মুসলিম লীগের সহ সভাপতি কুদরত উল্লাহ, ঢাকা মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা আব্দুর রহমান, আমীর আলী হাওলাদার, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ হুযাইফা ইবনে ওমর ও ফুজায়েল আহমদ প্রমুখ।