মখলিছ মিয়া : গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের আওতায় বানিয়াচং সদরের ৫/৬নং বাজারের আরিসিসি ও বিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন হবিগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় তিনি এ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ রাস্তার কাজটি সমাপ্ত হলে অত্র এলাকার হাজারো মানুষের বহু দিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মজিদ খান বলেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বানিয়াচং আজমিরীগঞ্জ এখন আর অবহেলিত জনপদ নয়। এখন এ জনপদের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসছে। এটা বর্তমান সরকারের সফলতারই একটি অংশ। তিনি আরো বলেন, আমার কাছে কোন কাজের জন্য তদবির করতে হয় না, কোন জায়গায় কোন কাজ করতে হবে সেটা আমি নিজ থেকেই করে থাকি। জন সেবাকে আমি ইবাদত মনে করি। জনগণের জন্য কাজ করতে পারলে মানসিক শান্তি পাই। জীবনে কখনও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশা আল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বিরুদ্ধে কেউ দূর্নীতির অভিযোগ তুলতে পারবে না। বাকী জীবনটাও যেন দুর্নীতি মুক্ত থেকে জনগণের সেবা করে যেতে পারি।

আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা শান্তিতে থাকলেই আমার শান্তি। আমি চাই সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন কাজ করে যেতে। ৫/৬নং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আঙ্গুর মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া, আওয়ামীলীগ নেতা মুত্তাকিন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ৫/৬নং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মকবুল মিয়া ,প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুবলীগ নেতা ছায়েব আলী, সাহিবুর রহমান, ইউপি সদস্য ইশতিয়াক হোসেন লেমন ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৮০ মিটার আরসিসি এবং ১৩৪৪মিটির বিসিসহ মোট ১৫শ ২৪মিটার রাস্তার কাজে ব্যয় হবে ৭২লক্ষ টাকা।