মুসা আল হাফিজ : আমার প্রথম পড়া উপন্যাস আনোয়ারা। নজিবুর রহমান সাহিত্যরত্নের বই। লুকিয়ে লুকিয়ে পড়েছিলাম। দুলিয়ে গিয়েছিলো!
আমার পড়া প্রথম কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের মহাপৃথিবী। এ থেকে প্রেমে পড়ে গিয়েছিলাম কবিতার।
অনূদিত যে বইটি প্রথম পড়ি, সেটা ইমাম গাযালীর রহ. মিনহাযুল আবেদিন। আখতার ফারুকের অনুবাদ। ওহ, অনুবাদ যাকে বলে!
প্রথম পঠিত গবেষণাগ্রন্থ মুহম্মদ আবু তালেবের ‘বাংলাকাব্যে ইসলামী রেনেসাঁ’। বইটি আমার চিন্তাকে শক্তি যোগায়নি।
প্রথম পঠিত আত্মজীবনী ছিলো, মুহম্মদ আসাদের রোড টু মক্কার বাংলা অনুবাদ ‘ মক্কার পথ’। শাহেদ আলীর অনুবাদ। বইটির কাছে আমি ঋণী।
প্রথম পঠিত ছড়াগ্রন্থ শামসুর রাহমানের এলাটিং বেলাটিং। শিশুতোষ ছড়ার মজাই আলাদা।
প্রথম পড়া ছোটগল্প রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। এমন বই নিয়ে যে কোন ভাষা গর্ব করতে পারে।
প্রথম পড়ার আরো বহু তথ্য আছে। পুরনো ডায়রির কল্যাণে আবিষ্কার করতে পারলাম। এসবের সাথে জড়িয়ে আছে নানা গল্প। হাসির,সুখের কান্নার,বেদনার।
যেমন, সৈয়দ আবদুল মান্নান অনূদিত নাসিম হেযাজীর মরণজয়ী পড়েছি আর কেঁদেছি অনেকবার। এমনকি শরৎচন্দ্রের মহেষের গফুরের অনুভূতির মধ্যে নিজেকে হারিয়ে দেখেছি, চোখ ভরে গেছে অশ্রুতে।
সে সময়ের পাঠই ছিলো আলাদা। কী জীবন্ত! সে সবের কিছু গল্প করা যেতে পারে – কোনো একদিন!
লেখক : কবি, সাহিত্যিক, চিন্তক ও দার্শনিক, ঢাকা।