ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Logo এমপি মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন Logo মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ায় মুফতি হাফিজুল হককে সংবর্ধনা প্রদান Logo আজমিরীগঞ্জে নিত্যপণ্যের মূল্য চড়া: ক্রেতাদের নাভিশ্বাস Logo একজন কর্মবীর সফল এমপি আব্দুল মজিদ খান Logo বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনজুর চৌধুরী Logo বানিয়াচংয়ে ইফা শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত Logo আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০লিটার চোলাই মদ জব্দ : আটক-১ Logo প্রিয় নবী মুহাম্মদ (সা.) হলেন গোটা জাতির জন্য উত্তম আদর্শ

আমরা একেকজন কত বড় !

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০২:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ১০৮ বার পড়া হয়েছে
এম এ মজিদ :
বিশ্বে কমে বেশি ২১৮টি রাষ্ট্র রয়েছে। ২১৮টি দেশে প্রায় ৭শ কোটি মানুষ। রয়েছে সাগর মহাসগর, নদী নালা, পাহাড় পর্বত, আল্লাহর ১৮ হাজার সৃষ্টি জীব ইত্যাদি। ২১৮ টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। এই বাংলাদেশের চেয়ে ৫০ গুন বড় দেশও আছে। কিছু ছোট দেশও আছে। বাংলাদেশের একটি জেলার বাসিন্দা আপনি আমি। এ ধরনের জেলা রয়েছে বিশ্বে লাখ লাখ। একটি জেলার যে কোনো একটি উপজেলার বাসিন্দা আমরা। এ ধরনের উপজেলা বা থানা বিশ্বে কত লাখ হবে হিসাব করাটা কঠিন হবে। আমরা কোনো না কোনো ইউনিয়ন বা পৌরসভায় জন্ম সূত্রে নাগরিক। বিশ্বে এ ধরনের ইউনিয়ন বা পৌরসভা কয়েক কোটির নিচে হবে না। সর্বোপুরি আমরা কোনো গ্রামে বা পাড়ায় জন্ম গ্রহণ করেছি। বিশ্বে এ ধরনের গ্রাম বা পাড়া কোটির হিসাবেও হয়তো থাকবে না বিলিয়নে হিসাব করতে হবে। সেই পাড়ার কোনো এক দম্পতি অর্থাৎ মা বাবার কোলে আমরা জন্ম গ্রহণ করেছি। একটু উপরের দিকে থাকাই। ২১৮টি দেশের প্রায় ৭শ কোটি মানুষের মাঝে আপনি আমি একজন মাত্র। আমার তো মাঝে মাঝে মনে হয় ২১৮ টি দেশের মধ্যে একটি দেশের একটি জেলার একটি উপজেলার একটি ইউনিয়নের একটি গ্রামের কোনো এক দম্পতির ঘরে যে আমি জন্ম গ্রহণ করেছি সেই হিসাব রাখার মতো কেউ আছে কিনা, আমি কারও হিসাবে আছি কি না। সেই আমি বিশ্বে কতটা প্রয়োজনীয়। অথচ এই আমির আমিত্বে সমাজ কাঁপে, দেশ কাঁপে। আমরা একেকজন কত বড়?
লেখক : সাংবাদিক ও আইনজীবী, হবিগঞ্জ।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আমরা একেকজন কত বড় !

আপডেট সময় ০২:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
এম এ মজিদ :
বিশ্বে কমে বেশি ২১৮টি রাষ্ট্র রয়েছে। ২১৮টি দেশে প্রায় ৭শ কোটি মানুষ। রয়েছে সাগর মহাসগর, নদী নালা, পাহাড় পর্বত, আল্লাহর ১৮ হাজার সৃষ্টি জীব ইত্যাদি। ২১৮ টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। এই বাংলাদেশের চেয়ে ৫০ গুন বড় দেশও আছে। কিছু ছোট দেশও আছে। বাংলাদেশের একটি জেলার বাসিন্দা আপনি আমি। এ ধরনের জেলা রয়েছে বিশ্বে লাখ লাখ। একটি জেলার যে কোনো একটি উপজেলার বাসিন্দা আমরা। এ ধরনের উপজেলা বা থানা বিশ্বে কত লাখ হবে হিসাব করাটা কঠিন হবে। আমরা কোনো না কোনো ইউনিয়ন বা পৌরসভায় জন্ম সূত্রে নাগরিক। বিশ্বে এ ধরনের ইউনিয়ন বা পৌরসভা কয়েক কোটির নিচে হবে না। সর্বোপুরি আমরা কোনো গ্রামে বা পাড়ায় জন্ম গ্রহণ করেছি। বিশ্বে এ ধরনের গ্রাম বা পাড়া কোটির হিসাবেও হয়তো থাকবে না বিলিয়নে হিসাব করতে হবে। সেই পাড়ার কোনো এক দম্পতি অর্থাৎ মা বাবার কোলে আমরা জন্ম গ্রহণ করেছি। একটু উপরের দিকে থাকাই। ২১৮টি দেশের প্রায় ৭শ কোটি মানুষের মাঝে আপনি আমি একজন মাত্র। আমার তো মাঝে মাঝে মনে হয় ২১৮ টি দেশের মধ্যে একটি দেশের একটি জেলার একটি উপজেলার একটি ইউনিয়নের একটি গ্রামের কোনো এক দম্পতির ঘরে যে আমি জন্ম গ্রহণ করেছি সেই হিসাব রাখার মতো কেউ আছে কিনা, আমি কারও হিসাবে আছি কি না। সেই আমি বিশ্বে কতটা প্রয়োজনীয়। অথচ এই আমির আমিত্বে সমাজ কাঁপে, দেশ কাঁপে। আমরা একেকজন কত বড়?
লেখক : সাংবাদিক ও আইনজীবী, হবিগঞ্জ।