এম এ মজিদ :
বিশ্বে কমে বেশি ২১৮টি রাষ্ট্র রয়েছে। ২১৮টি দেশে প্রায় ৭শ কোটি মানুষ। রয়েছে সাগর মহাসগর, নদী নালা, পাহাড় পর্বত, আল্লাহর ১৮ হাজার সৃষ্টি জীব ইত্যাদি। ২১৮ টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। এই বাংলাদেশের চেয়ে ৫০ গুন বড় দেশও আছে। কিছু ছোট দেশও আছে। বাংলাদেশের একটি জেলার বাসিন্দা আপনি আমি। এ ধরনের জেলা রয়েছে বিশ্বে লাখ লাখ। একটি জেলার যে কোনো একটি উপজেলার বাসিন্দা আমরা। এ ধরনের উপজেলা বা থানা বিশ্বে কত লাখ হবে হিসাব করাটা কঠিন হবে। আমরা কোনো না কোনো ইউনিয়ন বা পৌরসভায় জন্ম সূত্রে নাগরিক। বিশ্বে এ ধরনের ইউনিয়ন বা পৌরসভা কয়েক কোটির নিচে হবে না। সর্বোপুরি আমরা কোনো গ্রামে বা পাড়ায় জন্ম গ্রহণ করেছি। বিশ্বে এ ধরনের গ্রাম বা পাড়া কোটির হিসাবেও হয়তো থাকবে না বিলিয়নে হিসাব করতে হবে। সেই পাড়ার কোনো এক দম্পতি অর্থাৎ মা বাবার কোলে আমরা জন্ম গ্রহণ করেছি। একটু উপরের দিকে থাকাই। ২১৮টি দেশের প্রায় ৭শ কোটি মানুষের মাঝে আপনি আমি একজন মাত্র। আমার তো মাঝে মাঝে মনে হয় ২১৮ টি দেশের মধ্যে একটি দেশের একটি জেলার একটি উপজেলার একটি ইউনিয়নের একটি গ্রামের কোনো এক দম্পতির ঘরে যে আমি জন্ম গ্রহণ করেছি সেই হিসাব রাখার মতো কেউ আছে কিনা, আমি কারও হিসাবে আছি কি না। সেই আমি বিশ্বে কতটা প্রয়োজনীয়। অথচ এই আমির আমিত্বে সমাজ কাঁপে, দেশ কাঁপে। আমরা একেকজন কত বড়?
লেখক : সাংবাদিক ও আইনজীবী, হবিগঞ্জ।